ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

আলমডাঙ্গায় অজ্ঞাত পরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
আলমডাঙ্গায় অজ্ঞাত পরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গা: জেলার আলমডাঙ্গা উপজেলায় এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী।

রোববার (২১ ফেব্রুয়ারি) বিকালে উপজেলায় কুমার নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।



স্থানীয়রা জানান, রোববার বিকেলে কুমার নদীতে মৃত ব্যক্তির মাথার চুল দেখতে পান এক ইঞ্জিন চালিত নৌকার মাঝি। পরে লোকাজনের সহায়তায় মরদেহটি উদ্ধার করা হয়।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান বাংলানিউজকে জানান, নদীতে গোসল করতে গিয়ে ওই ব্যক্তি ডুবে মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তার পরনে সাদা লুঙ্গি আর গায়ে গামছা ছিল।

বাংলাদেশ সময়: ০২৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।