ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

বাল্যবিয়ের আয়োজনের দায়ে কনের বাবার কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
বাল্যবিয়ের আয়োজনের দায়ে কনের বাবার কারাদণ্ড ছবি: প্রতীকী

গাইবান্ধা: জেলার সাদুল্যাপুরে ষষ্ঠ শ্রেণির ছাত্রী সুমনাকে অপ্রাপ্ত বয়সে বিয়ে দেওয়ার চেষ্টা করায় বাবা আনারুল ইসলামকে (৪২) এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত

রোববার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন এ আদেশ দেন।  

দণ্ডপ্রাপ্ত আনারুল ইসলাম উপজেলার ধাপেরহাট ইউনিয়নের আরাজি ছত্রগাছা গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে।



সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ ইমরুল কায়েস বাংলানিউজকে জানান, পাশের রংপুরের পীরগঞ্জ উপজেলার ইসলামপুর-চতরা গ্রামের শফিকুল ইসলামের ছেলে রায়হানের সঙ্গে মেয়ের বিয়ে ঠিক করেছিলেন আনারুল ইসলাম।

তিনি আরও জানান, রোববার বিকেলে কনের বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতা চলছিল। খবর পেয়ে অভিযান চালিয়ে আনারুল ইসলামকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। পরে সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করা হলে বিচারক একমাসের বিনাশ্রম কারাদণ্ড দেন তাকে।  

সোমবার (২২ ফেব্রুয়ারি) সকালে আনারুলকে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হবে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ০২৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।