ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ফুলে ফুলে ২১ শে ফেব্রুয়ারি

ছবি: আনোয়ার হোসেন রানা, স্টাফ ফটো করেসপন্ডেন্ট, স্টোরি: ঊর্মি মাহবুব | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
ফুলে ফুলে ২১ শে ফেব্রুয়ারি ছবি: আনোয়ার হোসেন রানা/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’ গান দিয়ে ২১ ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিটে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শুরু হয়।

ফুলে ফুলে এদিন ভরে ওঠে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ।



শ্রদ্ধা জানাতে আসা আগতদের মধ্যে চোখে পড়ার মতো উপস্থিতি ছিলো শিশুদের। লাখো মানুষের ভিড়েও বাদ যায়নি শিশুদের শ্রদ্ধাঞ্জলী অর্পণ। কারো হাতে গোলাপ, কেউওবা এসেছে গাদা ফুল হাতে।

ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে ফুল হাতে বিদেশিরাও আসেন কেন্দ্রীয় শহীদ মিনারে। খালি পায়ে স্মরন করেন সালাম, রফিক, জব্বারসহ সকল ভাষা শহীদকে।

সাদা-কালো পোশাকে সন্ধ্যা পর্যন্ত নারী-শিশুসহ সব বয়সের নানা শ্রেণি-পেশার মানুষ আসেন কেন্দ্রীয় শহীদ মিনারে। ফুলে ফুলে পূর্ণ হয়ে উঠে কেন্দ্রীয় শহীদ মিনার।

অন্যান্যবারের মতো এবারও গার্লস গাইড ও স্কাউটের সদস্যরা নিয়োজিত ছিলেন কেন্দ্রীয় শহীদ মিনারের শৃংখলা রক্ষার দায়িত্বে।

মূল বেদীতে ফুল দিয়ে সাজানো নানা প্রতিকৃতির সৌন্দর্য রক্ষায়ও তারা ছিলেন সচেষ্ট।


মূল শহীদ মিনার প্রাঙ্গণে আরও শোভা পায় ফুলের তৈরি ছোট ছোট শহীদ মিনার।

বাংলাদেশ সময়: ০৪৩৫ ঘন্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
ইউএম/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।