ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

‘বিচার বিলম্বিত হওয়া অবিচারের সমান’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
‘বিচার বিলম্বিত হওয়া অবিচারের সমান’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফরিদপুর: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বিচার যদি বিলম্বিত হয়, সেটা অবিচারের সমান হয়।

রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে ফরিদপুরের কবি জসিমউদ্দীন হলের সরকারি আইনি সহায়তা কার্যক্রমের সাফল্য ও বিকল্প বিরোধ নিষ্পত্তির কেন্দ্রস্থল ‘জেলা লিগ্যাল এইড অফিস’ বিষয়ক জনসচেতনতামূলক এক সেমিনারে এ মন্তব্য করেন।



ফরিদপুর জেলা ও দায়রা জজ মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে ওই সেমিনারের প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, গ্রাম্য আদালতই একমাত্র আদালত যেখানে বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থা থাকবে। এখনও গ্রামগঞ্জের অনেক মা-বোন অত্যাচারিত। তাদের বিচার চাওয়ার জায়গারও সংকট রয়েছে। বর্তমান সরকার বিচারপ্রার্থীদের সহায়তার জন্য যে সুযোগ সুবিধা দিয়েছে, তা গ্রহণ করুন।

এ সময় তিনি উপস্থিত বিচারক, আইনজীবি ও সুশিল সমাজের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কোনোভাবেই বিচার কাজকে বিলম্বিত করা যাবে না। কারণ যিনি বিচারপ্রার্থী, তিনি অনেক কষ্টে পড়েই বিচার চাইতে আসেন।

মন্ত্রী আরও বলেন, কোনো অত্যাচার-অনাচার নিভৃতে আপনারা মেনে নিবেন না। আইন সবার জন্য সমান। আইন তার নিজস্ব গতিতে চলে।  

সেমিনারে আরও বক্তব্য রাখেন, ফরিদপুর জজ কোর্টের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. ফজলুর রহমান, স্পেশাল জজ এ এস এম জহিরুল ইসলাম, আইন ও বিচার বিভাগের উপ-সচিব শেখ হুমায়ন কবির, ফরিদপুর সদর উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর, অ্যাড. জাহিদ ব্যাপারী, নারীনেত্রী আসমা আক্তার মুক্তা।

বাংলাদেশ সময়: ০৫১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।