ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ফেনীতে সপ্তাহব্যাপী অমর একুশে বইমেলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
ফেনীতে সপ্তাহব্যাপী অমর একুশে বইমেলা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনী: ফেনীতে শুরু হয়েছে সপ্তাহব্যাপী অমর একুশে বইমেলা।

রোববার (২১ ফেব্রুয়ারি) বিকালে ফেনী পিটিআই মাঠে মেলার আনুষ্ঠানিক উদ্ধোধন করেন জেলা প্রশাসক আমিন উল আহসান।



অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবুল হাসেমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক আজিজ আহম্মদ চৌধুরী, ফেনী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার শামছুল আলম সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এনামুল হক, সরকার দলীয় জিপি অ্যাডভোকেট প্রিয় রঞ্জন দত্ত, সোনাগাজী উপজেলা চেয়্যারম্যান আবদুর রহমান বিকমসহ আরও অনেকে।

মেলায় মোট ২৫টি স্টল রয়েছে। প্রতিদিন বিকাল ৩টা থেকে শুরু হয়ে এ মেলা চলবে রাত ৯টা পর্যন্ত। এসময় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হবে।

বাংলাদেশ সময়: ০৫২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।