বেনাপোল (যশোর): বেনাপোল স্থলবন্দরের ট্রাক টার্মিনাল থেকে রোথাস রথি (৪৮) নামের এক ভারতীয় ট্রাক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে পোর্টথানা পুলিশ ওই চালকের নিজ ট্রাক থেকে তার মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়, টার্মিনালে থাকা অন্যান্য ভারতীয় ট্রাক চালকরা ট্রাকটির মধ্যে রোথাস রথিকে মৃত পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। রোথাস তিনদিন আগে ভারত থেকে ট্রাকে করে কেমিক্যাল পণ্য নিয়ে বাংলাদেশে এসেছিলেন। পরে খালাসের অপেক্ষায় স্থলবন্দরের ট্রাক টার্মিনালে অপেক্ষা করছিলেন।
বেনাপোল পোর্টথানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান বাংলানিউজকে জানান, উদ্ধার করা ওই ট্রাক চালকের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে। প্রাথমিকভাবে শারীরিক অসুস্থতাকেই তার মৃত্যুর কারণ বলে মনে করা হচ্ছে।
ময়নাতদন্ত শেষে তার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানান ওসি অপূর্ব হাসান।
বাংলাদেশ সময়: ০৫৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
আরএইচ