ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

নোয়াখালীতে মোটরসাইকেল চুরি সিন্ডিকেটের ২ সদস্য গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
নোয়াখালীতে মোটরসাইকেল চুরি সিন্ডিকেটের ২ সদস্য গ্রেফতার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নোয়াখালী: জেলা সদরে সুধারাম থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মোটর সাইকেল চুরি সিন্ডিকেটের দুই সদস্যকে গ্রেফতার করেছে।

রোববার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বেগমগঞ্জ উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়।



গ্রেফতারকৃতরা হলেন, বেগমগঞ্জ উপজেলার হাজীপুর গ্রামের কাবিল মাস্টারের ছেলে নিজাম উদ্দিন তারেক (২৮) ও একই উপজেলার চৌমুহনী করিমপুর গ্রামের রহমত উল্লার ছেলে  মোশারফ হোসেন রুবেল ওরফে পরী রুবেল (৩০)।

সুধারাম থানার পরিদর্শক (ওসি-তদন্ত) মীর্জা মো. হাসান বাংলানিউজকে জানান, গ্রেফতারকৃতরা গত ১৩ ডিসেম্বর মাইজদীর বিশাল সেন্টারের সামনে থেকে মোটরসাইকেল চুরি করে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সুধারাম থানায় মামলা হয়েছে। সিসিটিভি ক্যামেরার ফুটেজের মাধ্যমে তাদের সনাক্তও করা হয়। পরে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা প্রাথমিকভাবে মোটর সাইকেল চুরির বিষয়টি স্বীকার করেছেন বলে জানান মীর্জা মো. হাসান।

বাংলাদেশ সময়: ০৬০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।