পঞ্চগড়: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পঞ্চগড়ে শুরু হয়েছে সাত দিনব্যাপী ভাষা সৈনিক সুলতান বই মেলা।
রোববার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিন এ মেলার উদ্বোধন করেন।
জেলা প্রশাসনের আয়োজনে মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও প্রকাশনার পক্ষ থেকে বইয়ের স্টল দেয়া হয়েছে।
মেলার প্রথম দিনই বিভাগীয় লেখক পরিষদ পঞ্চগড় জেলা শাখার উদ্যোগে ভাষা আন্দোলনের ৬৪ বছর উপলক্ষে ‘কালের আরশি’ নামক স্মারক প্রকাশনার মোড়ক উন্মোচন করা হয়।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিল ছিলেন পঞ্চগড় পুলিশ সুপার গিয়াস উদ্দিন আহমদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহমুদুল আলম, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট আবু বকর সিদ্দিক, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মীর্জা আবুল কালাম দুলাল, পঞ্চগড় জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শাহজালাল, বিভাগীয় লেখক পরিষদের সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক রাজিউর রহমান রাজু।
বাংলাদেশ সময়: ০৬১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
আরএইচ