ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

বেগমগঞ্জে নিখোঁজের তিনদিন পর প্রবাসীর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
বেগমগঞ্জে নিখোঁজের তিনদিন পর প্রবাসীর মরদেহ উদ্ধার

নোয়াখালী: জেলার বেগমগঞ্জ উপজেলায় নিখোঁজের তিনদিন পর জাহের (৪৫) নামের এক সৌদি প্রবাসীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২১ ফেব্রুয়ারি) দিনগত গভীর রাতে উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের তালুয়া চাঁদপুর গ্রামে প্রবাসীর নিজ বাড়ির পাশের একটি খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।



এদিকে, জাহেরকে হত্যায় জড়িত থাকার অভিযোগে তার স্ত্রী রেহারা বেগম ও ছেলে হান্নানকেও আটক করেছে পুলিশ।

নিহত জাহেরের ছোট ভাই কবির বাংলানিউজকে জানান, তার ভাই দু’মাস আগে বাংলাদেশে আসেন। দেশে ফেরার পর প্রবাস থেকে পাঠানো টাকার হিসাবসহ নানা বিষয় নিয়ে জাহেরের সংসারে দাম্পত্য বিরোধ দেখা দেয়। এরই এক পর্যায়ে স্ত্রী রেহানাকে মারধর করেন জাহের।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সকাল থেকে তিনি নিখোঁজ থাকায় বেগমগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন কবির। এর তিনদিন পর পুলিশের জিজ্ঞাসাবাদে রেহারা বেগম ও হান্নান হত্যার বিষয়টি স্বীকার করেন।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক বাংলানিউজকে জানান, রাহেরা ও হান্নানের স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ তাদের বাড়ির পাশের খালে কাদা মাটির নিচ থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। উদ্ধারের পর রোববার রাতেই অর্ধগলিত মরদেহটি থানায় নিয়ে যাওয়া হয়।

বাংলাদেশ সময়: ০৭৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।