পঞ্চগড়: পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় যজ্ঞেশ্বর দাসাধীকারী (৫০) নামে এক পুরোহিতকে গলা কেটে হত্যা ও অপর দুই পূজারির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ।
সোমবার (২২ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এরা হলেন- দেবীগঞ্জ উপজেলার ভাউলাগঞ্জ প্রধানপাড়া এলাকার মৃত তাজউদ্দিনের ছেলে জেএমবি সদস্য খলিলুর রহমান (৫৫), একই উপজেলা সদরের কামাতপাড়ার রফিকুল ইসলামের ছেলে শিবির কর্মী জাহাঙ্গীর আলম (৩৫) ও পাবনা জেলার আটঘরিয়া এলাকার মৃত আবু সাইদের ছেলে জেএমবি সদস্য বাবুল হোসেন (৩৫)।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আকতার বাংলানিউজকে জানান, আটক বাবুল হোসেন ও খলিল মুন্সি জেএমবি সদস্য এবং জাহাঙ্গীর আলম শিবির কর্মী। এদের নামে একাধিক মামলা রয়েছে।
রোববার রাতে অভিযান চালিয়ে দেবীগঞ্জ উপজেলার ভাউলাগঞ্জ এলাকা থেকে জেএমবি সদস্য খলিলুর রহমানকে ও একই উপজেলার দণ্ডপাল ইউনিয়নের ধনমণ্ডল এলাকা থেকে জেএমবির অপর সদস্য বাবুল হোসেনকে আটক করা হয়।
সোমবার ভোরে উপজেলা সদরের কামাতপাড়া এলাকা থেকে শিবির কর্মী জাহাঙ্গীর আলমকে আটক করে পুলিশ।
এর আগে ২১ ফেব্রুয়ারি রাতে নিহত যজ্ঞেশ্বর দাসাধীকারীর বড় ভাই রবিন্দ্রনাথ রায় বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা ও দেবীগঞ্জ থানার পুলিশের উপ পরিদর্শক (এসআই) মজিবর রহমান বাদী হয়ে একটি বিস্ফোরক মামলা দায়ের করেন।
রোববার (২১ ফেব্রুয়ারি) সকাল ৭টায় উপজেলার করতোয়া ব্রিজ সংলগ্ন শ্রী শ্রী সন্ত গৌরীয় মঠে একটি মোটরসাইকেলে এসে তিন দুর্বৃত্ত মঠের প্রধান পুরোহিত ও অধ্যক্ষ যজ্ঞেশ্বর দাসাধিকারীর ওপর হামলা চালায়।
এসময় তাকে ধারালো অস্ত্রদিয়ে কুপিয়ে ও গলাকেটে হত্যা করে। গুলিতে মন্দিরের পূজারি গোপাল (৩৫) আহত হন। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ০৯৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
পিসি
** পঞ্চগড়ে মন্দিরের পুরোহিতকে গলা কেটে হত্যা, দুই পূজারী আহত
** প্রতিবাদে দেবীগঞ্জে সড়ক অবরোধ
** দেবীগঞ্জে পুরোহিত হত্যার ঘটনায় দুই মামলা