সাতক্ষীরা: সাতক্ষীরায় দাম্পত্য কলহের জের ধরে স্ত্রী ফেরদৌসি মিরাকে (২২) আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে জামাল উদ্দিন নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
সোমবার (২২ ফেব্রুয়ারি) সকালে সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ইউনিয়নের সরসকাটি গ্রামের বাড়ি থেকে তাকে আটক করা হয়।
স্থানীয়রা বাংলানিউজকে জানান, পরকীয়া নিয়ে দীর্ঘদিন ধরে মিরা ও জামালের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এনিয়ে রোববার (২১ ফেব্রুয়ারি) রাতেও তাদের মধ্যে ঝগড়া হয়। সবাই ঘুমিয়ে পড়ার পর রাতের কোনো এক সময় মিরা বাড়ির পাশের একটি গাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ বাংলানিউজকে জানান, সকালে বাড়ির লোকজন গাছে মিরার মৃতদেহ ঝুলতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এদিকে, স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে জামালকে আটক করা হয়েছে বলেও জানান ওসি।
বাংলাদেশ সময়: ০৯৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
এসআই