ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে ডিবি পরিচয়ধারী ৮ জন গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
রাজধানীতে ডিবি পরিচয়ধারী ৮ জন গ্রেফতার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে অভিযান চালিয়ে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ধারী ডাকাত চক্রের আটজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
 
রোববার (২১ ফেব্রুয়ারি) রাতে মাতুয়াইলে মাতৃসদনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

সোমবার (২২ ফেব্রুয়ারি) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপ-কমিশনার মারুফ হোসেন সর্দার এ তথ্য জানান।

গ্রেফতার আটজন হলেন- মো. শহীদুল ইসলাম মাঝি ওরফে শহীদ ওরফে কামরুল মাঝি, মো. ইউসুফ কাজী,  মো. আব্দুল মালেক, মো. মালেক চৌধুরী,  মো. জাহাঙ্গীর আলম ওরফে জাহাঙ্গীর, মো. ইয়াসিন, মো. বাদল ও  মো. আব্বাস আলী ড্রাইভার।
 
এসময় তাদের কাছ থেকে মনোগ্রাম সংবলিত গোয়েন্দা পুলিশের জ্যাকেট, হ্যান্ডকাপ, ওয়াকিটকি, খেলনা পিস্তল ও একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।
 
পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপির পক্ষ থেকে বলা হয়, গ্রেফতার আটজন ৭-৮ বছর ধরে ডিবির ভুয়া পরিচয় দিয়ে যাত্রীবাহী বাস থেকে যাত্রীদের টাকা, স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল লুট করছিল।
 
তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় মামলা এবং গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এ আটজনের বিরুদ্ধে রাজধানীর যাত্রাবাড়ী থানায় একটি মামলাও হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১০১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬/আপডেট ১৫৫১ ঘণ্টা
এসজেএ/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।