রাজশাহী: ‘কচিকাঁচা হাতের নরম স্পর্শ। লাল টুকটুকে পা দু’টোর চঞ্চলতা।
ছোট ছোট এমন অনুভূতিগুলো এখন বেশ ভালোই লাগছে নিঃসন্তান আয়েশা বেগমের। কোলজুড়ে আসা ফুটফুটে নবজাতক কন্যাটি তার ‘মা’ হওয়ার স্বাদ মিটিয়েছে। মনের গহীনে লালন করে আসা স্বপ্নটি সৃষ্টিকর্তা এভাবে পূরণ করে দেবেন তা স্বপ্নেও ভাবেননি তিনি।
গত শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) এলাকার মশুরের ক্ষেতে নবজাতকটির কান্নার শব্দ শুনতে পেয়েই আয়েশা ছুটে যান। ফুটফুটে শিশুটিকে দেখেই কোলে নিয়ে কপালে চুমু খান। খবর পেয়ে পুলিশ গেলেও স্থানীয়দের দাবির মুখে নিঃসন্তান দম্পতি মোহাম্মদ আলী ও আয়েশাই পান তাকে লালন-পালনের দায়িত্ব। এখন তাদের কাছেই রয়েছে উদ্ধার হওয়া শিশুটি।
ঘটনাটি রাজশাহীর মতিহার থানার রণহাট মোসলেমের মোড় এলাকার। কৌতূলের বশে নবজাতককে এক নজর দেখতে এখনও পাড়া-প্রতিবেশি বাড়ি ছাড়ছে না আলী-আয়েশা দম্পতির।
কুড়িয়ে পাওয়া নবজাতককে কোলে পেয়ে মহাখুশি আয়েশা বলেন, এই শিশুটি আমাদের জন্য আল্লাহ দান। সেরা উপহার। তাই তার যত্নআত্তিতে কোনো কমতি রাখছি না। সবাই সহযোগিতা করছেন। প্রতিবেশি অনেক নারী গিয়ে গিয়ে বুকের দুধ পান করিয়ে আসছেন শিশুকে। রাতে দেওয়া হচ্ছে গরুর দুধ।
তিনি জানান, এখন শিশুটির নাম রাখা নিয়ে জল্পনা-কল্পনা চলছে। কী নামে ডাকা হবে তাকে, তা নিয়ে চলছে পরামর্শ। কয়েক দিনের মধ্যেই নাম রাখা হবে।
পালক বাবা মোহাম্মদ আলী জানান, শ্রমজীবী মানুষ হলেও তিনি তিল পরিমাণ কষ্ট দেবেন না শিশুটিকে। তাদের বাবা-মা হওয়ার ইচ্ছে পূরণ করা শিশুকে যোগ্য মানুষ হিসেবেই গড়বেন তিনি।
রাজশাহীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বাংলানিউজকে জানান, নবজাতক কন্যাটি বর্তমানে সম্পূর্ণ সুস্থ আছে এবং ভালো আছে। এখন পর্যন্ত শিশুটির কোনো অভিভাবক পাওয়া যায়নি। তাই মোহাম্মদ আলী দম্পতিই এখন শিশটির অভিভাবক।
বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
এসএস/এইচএ/