ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

বিচারকদের বেতন বাড়লো

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
বিচারকদের বেতন বাড়লো ছবি : সংগৃহীত

ঢাকা: অষ্টম জাতীয় বেতন কাঠামোর সঙ্গে সমন্বয় করে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস সদস্যদের ‘বেতন, ভাতা এবং অন্যান্য সুযোগ-সুবিধা নির্ধারণ’ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে নিম্ন আদালতের সহকারী জজ (প্রবেশ পদ) থেকে সর্বোচ্চ সিনিয়র জেলা জজদের বেতন বাড়ানোর প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।



বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এতথ্য জানান।

তিনি বলেন, জাতীয় পে কমিশনের যে সুপারিশ তার আলোকেই একটু পুর্নবিন্যাস করে জাতীয় বেতন স্কেল-২০১৫’র আলোকে জুডিশিয়াল সার্ভিস সদস্যদের বেতন-ভাতা নির্ধারণ করা হয়েছে। ২০০৯ সালে তাদের যে বেতন স্কেল ছিল তার সঙ্গে আনুপাতিক হারে বাড়িয়ে সমন্বয় করা হয়েছে।
 
২০০৯ সালে সিনিয়র জেলা জজদের বেতন স্কেল ছিল ৪০ হাজার টাকা, তা বাড়িয়ে ৭৮ হাজার টাকা করা হয়েছে। তারা সচিবদের স্কেলে বেতন পাবেন।

জেলা জজ ও সমপর্যায়ের (সিনিয়র জেলা জজ নন, চাকরি ৫ বছর পূর্তি হয়নি) কর্মকর্তাদের বেতন স্কেল ৩৬ হাজার ৯০০ থেকে ৩৯ হাজার ৬০০ টাকা পর্যন্ত ছিল, তাদের ৭০ হাজার ৯২৫ টাকা থেকে ৭৬ হাজার ৩৫০ টাকা পর্যন্ত করা হয়েছে।

অতিরিক্ত জেলা ও দায়রা জজ সমপর্যায়ের ক্ষেত্রে আগে স্কেল ছিল ৩২ হাজার থেকে সর্বোচ্চ ৩৭ হাজার টাকা, তা ৬২ হাজার ৩৫০ টাকা থেকে সর্বোচ্চ ৭৫ হাজার ৮৮০ টাকা করা হয়।

যুগ্ম জেলা জজদের ক্ষেত্রে বেতন স্কেল ছিল ২৮-৩৭ হাজার টাকা, তা করা হয়েছে ৫৪ হাজার ৩৭০ টাকা থেকে ৭৪ হাজার ৪৬০ টাকা।
 
সিনিয়র সহকারী জজদের বেতন স্কেল ছিল ২৩ হাজার থেকে ৩৪ হাজার ২০০ টাকা, এখন সুপারিশ করা হয়েছে ৪৪ হাজার ৪৫০ থেকে ৭২ হাজার ২১০ টাকা।

সহকারী জজদের (প্রবেশ পদ) ১৬ হাজার থেকে ২৫ হাজার ৬০০ টাকা বেতন স্কেল ছিল, ৩০ হাজার ৯৩৫ থেকে ৬৪ হাজার ৪৩০ হাজার টাকা করা হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জাতীয় বেতন স্কেলে যে হারে বেতন বেড়েছে সে আলোকে নিম্ন আদালতের বিচারকদের বেতনও সুপারিশ করা হয়েছে, সর্বোচ্চ বেতন বেড়েছে ১২৩ শতাংশ।
 
অন্য বেতন স্কেলের মতোই ২০১৫ সালের ১ জুলাই থেকে এই কাঠামো বাস্তবায়ন হবে।   মূল বেতনের বকেয়া তারা পাবেন।

২০১৫ সালের ৩০ জুন যে ভাতা পেতেন, সে হারে তারা ভাতা পাবেন। বাংলা নববর্ষ, জুডিশিয়াল, চিকিৎসা, বাড়িভাড়া, উৎসব, শ্রান্তি-বিনোদন, পোশাক, কার্যভার, ভ্রমণ ভাতা পাবেন। নতুনভাবে বাংলা নববর্ষ ভাতা পাবেন তারা।
 
পোশাক ভাতা ৫ হাজার টাকা, কার্যভার ভাতা ১৫০০ টাকা, সিনিয়র জেলা জজরা আপ্যায়ন ভাতা এক হাজার টাকা, অন্য জেলা জজরা ৯০০ টাকা, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৬০০ টাকা ভাতা পাবেন। চৌকি ভাতা, ৩০ শতাংশ প্রশিক্ষণ ভাতা। মাতৃত্বকালীন ছুটি ছয় মাস, আবাসিক টেলিফোন ও মোবাইল সুবিধা রয়েছে বিচারকদের।
 
মন্ত্রিপরিষদ সচিব জানান, অবসর সুবিধা পেনশন ৮০ শতাংশ থেকে বাড়িয়ে ৯০ শতাংশ করা হয়েছে।
 
১২ মাসের পিআরএল, ১৮ মাসের ছুটি নগদায়ন সুবিধা, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মত পদোন্নতি সুবিধা পাবেন।

বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬/আপডেট: ১৩৫০ ঘণ্টা
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।