ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

পুরোহিত হত্যার প্রতিবাদে প্রেসক্লাবের সামনে সড়ক অবরোধ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
পুরোহিত হত্যার প্রতিবাদে প্রেসক্লাবের সামনে সড়ক অবরোধ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার যজ্ঞেশ্বর দাসাধীকারী পুরোহিত হত্যার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে সড়ক অবরোধ করে রেখেছেন প্রতিবাদকারীরা।

সোমবার (২২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ৩টার পর প্রেসক্লাবের সামনে যজ্ঞেশ্বর দাসাধীকারী পুরোহিতকে হত্যার প্রতিবাদ জানাতে আসেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, জাগো হিন্দু বাংলাদেশ, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটসহ একাধিক সংগঠনের নেতা-কর্মীরা।



সসজমিনে দেখা যায়, প্রতিবাদ জানাতে এসে প্রতিবাদকারীরা প্রেসক্লাবের সামনের সড়কের উভয় পাশ অবরোধ করে বিক্ষোভ প্রকাশ করছেন। এক পর্যায়ে পুলিশের সঙ্গে ধ্বস্তাধ্বস্তির ঘটনা ঘটে।

গত রোববার (২১ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে ধারালো অস্ত্র দিয়ে যজ্ঞেশ্বর দাসাধীকারী পুরোহিতকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
এমআইএস/একে/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।