রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে ধারালো অস্ত্র দিয়ে ৬ জনকে কুপিয়ে জখম করেছে স্থানীয় সন্ত্রাসীরা।
সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের গুতিয়াবো এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও আহতরা জানান, গুতিয়াবো এলাকার সাইফুল ইসলাম নামে এক ব্যক্তি স্থানীয় একটি আবাসন প্রকল্পে জমির ব্যবসা করেন।
সোমবার দুপুরে স্থানীয় চাঁদাবাজ পারভেজ, বাচ্চু, জয়নাল, আয়নুলসহ কয়েকজন সাইফুল ইসলামের কাছে সাড়ে ৩ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকার করায় তারা ধারালো অস্ত্র নিয়ে সাইফুলের ওপর হামলা চালায়।
তাকে রক্ষায় এগিয়ে আসলে সাইফুলের ভাই সুমন মিয়া ও ইকবাল হোসেনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে সন্ত্রাসীরা। পরে প্রতিবেশী পারভিন আক্তার, সিরাজ মিয়া, খবর উদ্দিন এগিয়ে এলেও তাদেরও কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করা হয়।
আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে সাইফুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
তবে অভিযুক্তরা চাঁদার দাবি ও হামলা-মারধরের অভিযোগ অস্বীকার করেন।
এ বিষয়ে রূপগঞ্জ থানার পরিদর্শক (ওসি-তদন্ত) এবিএম মেহেদী মাসুদ বাংলানিউজকে বলেন, এ ধরনের কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
এসআর