ঢাকা: দক্ষিণ এশিয়ায় সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে যে সংগ্রাম অব্যাহত রয়েছে তাতে বাংলাদেশই নেতৃত্ব দেবে বলে আশা প্রকাশ করেছেন সংসদ সদস্য শিরিন আখতার।
সোমবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় রাজধানীর রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সাউথ এশিয়ান পিপলস্ ফোরামের উদ্যোগে দক্ষিণ এশিয়ার সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ ও সন্ত্রাস বিষয়ক এক আন্তর্জাতিক সেমিনারে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
এতে সভাপতিত্ব করেন সাউথ এশিয়ান পিপলস্ ফোরামের আহ্বায়ক শ্রমিক নেত্রী লাভলী ইয়াসমিন। তিন দেশের (বাংলাদেশ, ভারত, নেপাল) জাতীয় সঙ্গীত দিয়ে সেমিনারের উদ্বোধন করেন সংসদ সদস্য ইসরাফিল আলম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য শিরিন আখতার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিক সমাজদার (ভারত), চেত নারায়ণ বাসাইলি (নেপাল), জাকির হোসেন, ইমরান এইচ সরকার ও প্রবন্ধ উপস্থাপন করেন এম. মাসুদ হোসেন খান। সেমিনারে সুবল সরকার ঢাকা ঘোষণা উপস্থাপন করেন।
ইসরাফিল আলম বলেন, যুদ্ধাপরাধীদের বিচার শুরু হয়েছে। ধর্মভিত্তিক রাজনীতি অবশ্যই নিষিদ্ধ করা হবে।
লাভলী ইয়াসমিন তার বক্তব্যে বলেন, আগামী ১০ বছরে দক্ষিণ এশিয়ার নেতৃত্ব দেবে বাংলাদেশ।
সুবল সরকার বলেন, সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ মুক্ত দক্ষিণ এশিয়া গড়তে হলে প্রশাসনের পরিবর্তে জনগণের ঐক্য অবশ্যই গড়ে তুলতে হবে।
বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
এসএস/