ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের শাশুড়ির দাফন সম্পন্ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের শাশুড়ির দাফন সম্পন্ন

পাবনা: স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ও পাবনা জেলা পরিষদ প্রশাসক এম সাইদুল হক চুন্নুর শাশুড়ি এবং পাবনা চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি মাহবুব-উল-আলম মুকুলের মা বেগম লুৎফুন্নেসার (৯২) দাফন সম্পন্ন হয়েছে।

সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে জানাজা শেষে আরিফপুর সদর কবরস্থানে তাকে দাফন করা হয়।



এর আগে, শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় তার মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি ৫ ছেলে, ৬ মেয়ে নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ভূমি মন্ত্রী শামসুর রহমান শরিফ, পাবনা-৫ আসনের এমপি গোলাম ফারুক প্রিন্স, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রেজাউল রহিম লাল, পাবনা বই মেলা উদযাপন পরিষদের সভাপতি প্রফেসর শিবজিত নাগসহ বিভিন্ন স্তরের মানুষ শোক জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬      
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।