ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

সৃজনশীল প্রশ্ন কমানোর দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
সৃজনশীল প্রশ্ন কমানোর দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঠাকুরগাঁও: ষষ্ঠ থেকে দশম শ্রেণির পরীক্ষার মান বণ্টনে নতুন পদ্ধতি বাতিল ও সৃজনশীল প্রশ্নের সংখ্যা কমিয়ে আনার দাবিতে মানববন্ধন করেছে জেলার কয়েকটি স্কুলের শিক্ষার্থীরা।

সোমবার (২২ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরগাঁও চৌরাস্তায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।



মানববন্ধনে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়, বালিকা উচ্চ বিদ্যালয়, পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ ও আমানুতুল্লাহ ইসলামিক স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয়।

এ সময় শিক্ষার্থীরা জানায়, বর্তমানে প্রতিটি বিষয়ে ২ ঘণ্টায় শিক্ষার্থীদের ৬টি সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হয়। কিন্তু ২০১৭ সাল থেকে ৭টি সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে। তারা এ নিয়ম বাতিলের দাবি জানান।

পরে জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাসের কাছে স্বারকলিপি জমা দেয় শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।