ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় বাল্যবিবাহ রোধে গোলটেবিল বৈঠক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
খুলনায় বাল্যবিবাহ রোধে গোলটেবিল বৈঠক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: খুলনায় বাল্যবিবাহ রোধে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ ফেব্রুয়ারি) অর্ধদিবসব্যাপী খুলনা সিএসএস আভা সেন্টারে এ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।



ইউনিসেফের সহযোগিতায় এ গোলটেবিল বৈঠকের আয়োজন করে খুলনা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর।

গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুস সামাদ।

প্রধান অতিথির বক্তব্যে কমিশনার বলেন, বর্তমান সরকারের সব কর্মসূচিই নারীদের জন্য সহায়ক। বিশ্ববিদ্যালয় পর্যন্ত মেয়েরা সরকারি অনুদানে পড়াশুনা করতে পারে।

জাতীয় জরিপে মানব উন্নয়নের বিভিন্ন সূচকে খুলনা এগিয়ে, কিন্তু বাল্যবিবাহ রোধের ক্ষেত্রে পিছিয়ে। এজন্য খুলনাকে বাল্যবিবাহ মুক্ত করতে গৃহীত বিভিন্ন উদ্যোগের কথা বলেন তিনি। ইতোমধ্যে ঝুঁকিতে থাকা নারী ও শিশুদের জন্য উপজেলা পর্যায়ে নারী উন্নয়ন তহবিল এবং নারী উন্নয়ন ফোরাম গঠন করা হয়েছে।

বিভাগীয় কমিশনার বলেন, ইভটিজিং, দারিদ্র্য, অসচেতনতা বাল্যবিবাহের অন্যতম কারণ। এক্ষেত্রে  অসহায় এবং হতদরিদ্র নারী ও শিশুদের বাস্তব অবস্থা প্রশাসনের নজরে আনতে তিনি সবার সহযোগীতা কামনা করেন।

বিশেষ অতিথির বক্তব্যে খুলনা জেলা প্রশাসক নাজমুল আহসান বলেন, বাল্যবিবাহ রোধে খুলনায় হট নাম্বার চালু করা হবে। জেলা প্রশাসক, কাজী ও পুরোহিতদের বাল্যবিবাহ রোধে ভূমিকা রাখতে আরও আন্তরিক থাকার আহবান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার বিভূতি ভূষণ ব্যানার্জী, ইউনিসেফ কনসালটেন্ট পুলক রাহা এবং খুলনা ইউনিসেফ-এর বিভাগীয় প্রধান মো. কফিল উদ্দীন।

বৈঠকে সভাপতিত্ব করেন- খুলনা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর-এর উপ-পরিচালক টিএম জাকির হোসেন।

এতে স্বাগত বক্তব্য রাখেন- মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ) প্রফেসর  মো. শামছুল হুদা।

বক্তারা বলেন, দেশের শতভাগ শিক্ষার্থী এখন স্কুলগামী, তারপরও খুব অল্প সংখ্যক শিক্ষার্থী উচ্চ শিক্ষা অর্জনে সক্ষম হয়। ত্রিশ ভাগ শিক্ষার্থী পনের বছরের আগেই বাল্যবিবাহের শিকার হচ্ছে। সরকারের লক্ষ্য ২০৪১ সালের মধ্যে দেশকে বাল্যবিবাহ মুক্ত করা এবং ২০২১ সালের মধ্যে পনের বছরের কম বয়সী শিশু বিবাহ বন্ধ করা।

গোলটেবিল বৈঠকে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষাবিদ, রাজনীতিবিদ, সাংবাদিক এবং বেসরকারি সংস্থার প্রতিনিধিসহ সুধীজন অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
এমআরএম/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।