ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহ পৌঁছেছেন রাষ্ট্রপতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
ময়মনসিংহ পৌঁছেছেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি আবদুল হামিদ

ময়মনসিংহ: বংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ৭ম সমাবর্তনে যোগ দিতে ময়মনসিংহ পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

সোমবার (২২ ফেব্রুয়ারি) জামালপুরের সরিষাবাড়ি উপজেলা থেকে হেলিকপ্টার যোগে বিকেল পৌনে পাঁচটায় ময়মনসিংহের সার্কিট হাউজ হেলিপ্যাডে অবতরণ করেন রাষ্ট্রপতি।



সার্কিট হাউজে রাত্রিযাপন শেষে মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বাকৃবিতে ৭ম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সমাবর্তন শেষে রাষ্ট্রপতি হেলিকপ্টার যোগে টাঙ্গাইলের ধনবাড়ীর উদ্দেশে রওনা দেবেন।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সমাবর্তনে সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতি ও চ্যান্সেলর মো. আবদুল হামিদ। সমাবর্তন বক্তা হিসেবে থাকবেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপাচার্য প্রফেসর ড. জামিলুর রেজা চৌধুরী।

এছাড়াও আরও উপস্থিত থাকবেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়্যারম্যান অধ্যাপক আব্দুল মান্নান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।