চাঁদপুর: চাঁদপুরের মেঘনা মোহনায় যাত্রীবাহী দু’টি লঞ্চ থেকে জব্দকৃত চার লাখ ৯০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়েছে।
এছাড়াও ১২০ কেজি জব্দকৃত জাটকা এতিমখানা ও গরীবদের মাঝে বিতরণ করা হয়েছে।
সোমবার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় জেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে উদ্ধারকৃত কারেন্ট জাল আগুনে পোড়ানো এবং জাটকাগুলো বিতরণ করা হয়।
এর আগে রোববার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের টহল সদস্যরা “এমভি ফ্লোটিলা ও এমভি বন্ধন-৫” নামে যাত্রীবাহী লঞ্চে তল্লাশি চালিয়ে এসব কারেন্ট জাল ও জাটকা জব্দ করে।
কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট এম. নাসির উদ্দিন বাংলানিউজকে জানান, জব্দকৃত কারেন্ট জাল ও জাটকার আনুমানিক মূল্য ৯৮ লাখ ৩৬ হাজার টাকা।
চাঁদপুর নৌ-সীমানায় অবৈধ মালামাল পাচার রোধে কোস্টগার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
আরএ