নেত্রকোনা: নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সোমেশ্বরী নদীতে বালু উত্তোলন নিয়ে আধিপত্য বিস্তার নিয়ে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে।
এতে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম ও দুই পুলিশ সদস্যসহ আহত হয়েছেন অন্তত ১০ জন।
সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে সাদ্দাম আকঞ্জি ও শামীম আল আজাদ গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়।
খবর পেয়ে পুলিশ এসে টিয়ারশেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতদের মধ্যে আকরাম (৩৫), মো. কামাল (২৮) ও বাবু (২৫) নামে তিন জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। অন্যদের নাম জানা যায়নি।
দুর্গাপুর থানার ওসি রেজাউল করিম বাংলানিউজকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
এসআর