ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

বনানীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
বনানীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর বনানী ২৭ নম্বর রোডে পুলিশের রিকুইজেশন করা একটি বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।



সোমবার (২২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাসটির চালককে আটক করেছে পুলিশ।

গুলশান জোনের সহকারী কমিশনার (ট্রাফিক) নুসরাত জাহান মুক্তা বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মৃতদেহটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। নিহত ব্যক্তির নাম-পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
এসজেএ/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।