ঢাকা: রাজধানীর বনানী ২৭ নম্বর রোডে পুলিশের রিকুইজেশন করা একটি বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।
সোমবার (২২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাসটির চালককে আটক করেছে পুলিশ।
গুলশান জোনের সহকারী কমিশনার (ট্রাফিক) নুসরাত জাহান মুক্তা বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মৃতদেহটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। নিহত ব্যক্তির নাম-পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।
বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
এসজেএ/আরএম