ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

শিবগঞ্জে ধর্ষিত ৬ বছরের শিশু, ধর্ষক কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
শিবগঞ্জে ধর্ষিত ৬ বছরের শিশু, ধর্ষক কারাগারে

বগুড়া: বগুড়ার শিবগঞ্জ উপজেলায় প্রতিবন্ধী এক শিশুকে (৬) ধর্ষণের অভিযোগে ধর্ষক ফসয়াল আহমেদকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে পুলিশ তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠায়।



এরআগে সকালে উপজেলার বিহার ইউনিয়নের গোবিলা গ্রাম থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

ধর্ষক ফসয়াল আহমেদ ওই গ্রামের ফজলু রহমানের ছেলে এবং জামতলা উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণির ছাত্র।

ধর্ষণের শিকার শিশুটি বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) চিকিৎসাধীন।  

শিবগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কামরুজ্জামান মিয়া বাংলানিউজকে জানান, রোববার (২১ ফেব্রুয়ারি) বিকেলে একই গ্রামের প্রবাসী হারুনুর রশীদের প্রতিবন্ধী শিশু কন্যাকে ফুসলিয়ে গোবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে নিয়ে ফয়সাল ধর্ষণ করে।

এসময় শিশুটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে ধর্ষক পালিয়ে যায়। এ ঘটনায় প্রতিবন্ধী শিশুর নানা হাফিজুর রহমান বাদী হয়ে ফয়সাল আহমেদকে অভিযুক্ত করে থানায় একটি মামলা দায়ের করেন। দুপুরে পুলিশ তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠায়।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
এমবিএইচ/এএটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।