জামালপুর: জামালপুরের বকশীগঞ্জে সার বোঝাই একটি ট্রাকের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এসময় ট্রাকটি একটি রিকশার উপর উল্টে গেলে আবদুস সালাম (৪০) নামে রিকশা চালকের মৃত্যু হয়েছে।
সোমবার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে বকশীগঞ্জ-জামালপুর মহাসড়কের বকশীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।
বকশীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হান্নান বাংলানিউজকে জানান, জামালপুরের সরিষাবাড়ি থেকে সার বোঝাই একটি ট্রাক বকশীগঞ্জে আসছিলো। পথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ট্রাকটির সঙ্গে একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ট্রাকটি একটি রিকশার উপর উল্টে গেলে ঘটনাস্থলেই রিকশা চালক আবদুস সালামের মৃত্যু হয়।
এ ঘটনায় মালেক মিয়া (৩৫) নামে অপর এক ব্যক্তি আহত হন। ট্রাক চালক মুন্না মিয়াকে (৩০) আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
আরএ