ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

চুয়াডাঙ্গায় মাহফুজ আনামের নামে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
চুয়াডাঙ্গায় মাহফুজ আনামের নামে মামলা মাহফুজ আনাম

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় ইংরেজি দৈনিক ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির মামলা হয়েছে।

সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন আওয়ামী আইনজীবী পরিষদের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট শফিকুল ইসলাম শফি।



পরে বিচারক ড. এবিএম মাহমুদুল হক মামলাটির পরবর্তী আদেশের জন্য আগামী ৮ মার্চ দিন ধার্য করেন।  

মামলায় অভিযোগ করা হয়েছে, মাহফুজ আনাম তার পত্রিকায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে শেখ হাসিনার জন্য মানহানিকর সংবাদ প্রকাশ করেছেন। এতে মানসিকভাবে আহত হওয়ায় এ মামলা করছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।