পাবনা: পাবনা শহরের চরপৈলানপুর মহল্লায় গৃহবধূ লায়লা খাতুনকে হত্যার প্রতিবাদে ও দোষীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা।
সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে পাবনা প্রেসক্লাবের সামনে এ মানবন্ধন কর্মসূচি পালিত হয়।
নিহত লায়লার দুলাভাই দীপ হোসেন বাংলানিউজকে জানান, এক বছর আগে শহরের চকছাতিয়ানী মহল্লার সিদ্দিক শেখের মেয়ে লায়লার বিয়ে হয় চকপৈলানপুর মহল্লার আব্দুর রব মোল্লার ছেলে হিরোক মোল্লার সঙ্গে। বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে লায়লা খাতুনকে বিভিন্ন সময় শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। এক পর্যায়ে গত ১৫ ফেব্রুয়ারি সোমবার লায়লাকে স্বামী ও শ্বশুড়বাড়ির লোকজন শ্বাসরোধ করে হত্যা করে।
এ ঘটনায় লায়লার বাবা সিদ্দিক আলী শেখ বাদী হয়ে পাবনা সদর থানায় চার জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। হত্যাকাণ্ডের কয়েকদিন অতিবাহিত হলেও পুলিশ ঘটনার সঙ্গে জড়িত কাউকে গ্রেফতার করেনি বলে নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়।
মানববন্ধনে এলাকাবাসী দ্রুত হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার ও শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
এমজেড