বাগেরহাট: ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মাঠ প্রশাসনের কোনো কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জাবেদ আলী।
সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
জাবেদ আলী বলেন, প্রতিটি নির্বাচনে স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করে কমিশন। যদি আমাদের কাছে কোনো অভিযোগ বা আপত্তি আসে আমরা তা তদন্ত করে ব্যবস্থা নিয়ে থাকি। এটি একটি চলোমান প্রক্রিয়া।
নির্বাচনে সবাইকে আইন ও বিধি অনুযায়ী কাজ করেতে হবে মন্তব্য করে তিনি আরো বলেন, প্রার্থী এবং কর্মী-সমর্থকদের জন্য যেমন আইন রয়েছে। তেমনি প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের জন্যও আইন রয়েছে। নির্বাচনে সবাইকেই তার আইন ও বিধি মেনে দায়িত্ব পালন করতে হবে।
ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা বাহিনী কোনো বিশেষ অভিযান পরিচালনা করবে কি না - এমন প্রশ্নের জবাবে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জাবেদ আলী বলেন, অভিযান গুলো আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চলমান কাজের একটি অংশ। নির্বাচনে কোনো দুস্কৃতিকারী বা অবৈধ অস্ত্র যেন বিঘ্ন ঘটাতে না পারে তার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়। এটি এবারও করা হবে।
এর আগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নির্বাচন সংশ্লিষ্ট বাগেরহাটের মাঠ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সঙ্গে প্রস্তুতিমূলক পর্যালোচনা সভায় অংশ নেন তিনি।
বাগেরহাটের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সভায় পুলিশ সুপার নিজামুল হক মোল্যা, স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মো. শফিকুল ইসলাম, জেলার নয় উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও), থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় স্থানীয় সরকারকে শক্তিশালী করতে ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
আরএ