ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

মাতুয়াইলে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
মাতুয়াইলে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃত্যু

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় সড়ক দুর্ঘটনায় আনুমানিক ৩৫ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি মারা গেছেন।

সোমবার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।



এর আগে সকাল ১০টায় পথচারী লিমন তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

লিমন জানান, অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তি সকাল সাড়ে ৯টার দিকে সড়ক দুর্ঘটনায় আহত হন। অচেতন অবস্থায় পরে থাকতে দেখে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি। তবে তিনি কোথায় দুর্ঘটনা কবলিত হয়েছেন, তা জানাতে পারেননি লিমন।

এ প্রসঙ্গে মেডিকেল ক্যাম্প পুলিশ ইনচার্জ মোজাম্মেল হক জানান, নিহত ব্যক্তি কোথায় দুর্ঘটনা কবলিত হয়েছেন তা জানা যায়নি। মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগ মর্গে রাখা হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
এজেডএস/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।