রৌমারী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের রৌমারী উপজেলায় মাছ শিকার করে জীবিকা নির্বাহকারী এক হাজার ৫১ জনের মধ্যে পরিচয়পত্র বিতরণ করা হয়েছে।
সোমবার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এক অনুষ্ঠানে তাদের পরিচয়পত্র দেওয়া হয়।
পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য মো. রুহুল আমিন।
রৌমারীর ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শংকর কুমার বিশ্বাসের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, কুড়িগ্রাম ৪ আসনের সংসদ সদস্য মো. রুহুল আমিন, উপজেলা চেয়ারম্যান মজিবুর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডার আ. কাদের, ডেপুটি কমান্ডার শাহার আলী, চরশৌলমারী ইউনিয়নের চেয়ারম্যান এ কে এম ফজলুল হক মন্ডল প্রমুখ। অনুষ্ঠান আয়োজন
বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
এসআর/