চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলায় ছেলে জাহিদুল ইসলামের লাঠির আঘাতে নজরুল ইসলামের (৪৬) মৃত্যু হয়েছে।
সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে দামুড়হুদার কানাইডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নজরুল ইসলাম উপজেলার কানাইডাঙ্গা গ্রামের মৃত সাত্তার মল্লিকের ছেলে।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত হোসেন বাংলানিউজকে জানান, পারিবারিক কলহের জের ধরে সোমবার দুপুরে নিজ বাড়িতে বাবার সঙ্গে কথা কাটাকাটি হয় জাহিদুলের। একপর্যায়ে তাদের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়। এসময় জাহিদুল বাড়ির উঠোনে থাকা একটি কাঠের লাঠি দিয়ে তার বাবার মাথায় আঘাত করেন।
এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা নজরুল ইসলামকে উদ্ধার করে বিকেল চারটার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। এসময় হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
আরএ