ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ধুনটে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ২ ছাত্রকে ছুরিকাঘাত

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
ধুনটে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ২ ছাত্রকে ছুরিকাঘাত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ধুনট (বগুড়া): ক্রিকেট খেলার সময় কিশোরীদের উত্ত্যক্তের প্রতিবাদ করায় দুই ছাত্রকে ছুরিকাঘাত করেছে বখাটেরা।

সোমবার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে বগুড়ার ধুনট-গোসাইবাড়ি সড়কের চরধুনট ইছামতি নদীর সেতুর ওপর এ ঘটনা ঘটে।



আহতরা হলেন, ধুনট উপজেলার সদরপাড়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে ও ধুনট ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী আরিফ হোসেন (২০) এবং চান্দারপাড়া গ্রামের নান্নু সরকারের ছেলে ও ধুনট আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র নয়ন মিয়া (১৬)।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে ইছামতি নদীর ওপর চরধুনট সেতুর পাশে পতিত জমিতে একদল কিশোরী ক্রিকেট খেলছিল। ওই পথ দিয়ে যাওয়ার সময় অজ্ঞাতপরিচয় ৫/৬ বখাটে যুবক কিশোরীদের বিভিন্নভাবে উত্ত্যক্ত করতে থাকেন।

এ সময় মাঠের পাশে খেলা দেখতে থাকা নয়ন মিয়া এ ঘটনার প্রতিবাদ করে। এতে বখাটেরা ক্ষিপ্ত হয়ে কথা কাটাকাটির এক‍পর্যায়ে নয়ন মিয়াকে ছুরিকাঘাত করতে থাকেন। নয়নের চিৎকারে আরিফ হোসেন সেখানে এলে তাকেও ছুরিকাঘাত করেন বখাটেরা।

স্থানীয়রা আহত আরিফ ও নয়নকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তাদের অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।

ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক অংকিতা রব চৈতি বাংলানিউজকে জানান, নয়ন মিয়ার অবস্থা আশঙ্কাজনক।

এ বিষয়ে ধুনট থানার উপপরিদর্শক (এসআই) ওয়াদুদ আলী বাংলানিউজকে বলেন, সংবাদ পেয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে আহত দুই জনের চিকিৎসার খবর নেওয়া হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬ 
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।