রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার কর্ণগোপ এলাকায় পুকুরের পানিতে ডুবে আব্দুল্লাহ মিয়া (১২) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে পুকুর থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরিরা।
আব্দুল্লাহ মিয়া ওই এলাকার ইদ্রিস মিয়ার ছেলে। সে একই এলাকায় নানা সামসুদ্দিন আহাম্মেদের বাড়িতে থাকতো।
কাঞ্চন ফায়ার সার্ভিসের কর্মকর্তা আব্দুল মান্নান জানান, আব্দুল্লাহ দুপুরে নানা বাড়ির সামনের পুকুরে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে কাঞ্চন ফায়ার সার্ভিসে খবর দেয় বাড়ির লোকজন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে পুকুরে তল্লাশি চালিয়ে আব্দুল্লাহর মৃতদেহ উদ্ধার করে।
বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
এসআই