বরিশাল: বরিশালের আগৈলঝাড়ায় পুলিশের এক উপ পরিদর্শক (এসআই) ও পাঁচ কনস্টেবলসহ ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (২২ ফেব্রুয়ারি) বরিশালের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আগৈলঝাড়ার পশ্চিম বাঘদা গ্রামের মো. মোকলেসুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলার আসামিরা হলেন, আগৈলঝাড়া থানার এসআই হাবিবুর রহমান, কনস্টেবল মনির হোসেনসহ অজ্ঞাত চারজন এবং স্থানীয় বাসিন্দা শহীদুল মিয়া, জব্বার মিয়া, শাহীন মিয়া, মাসুদ মিয়া, মান্নান মিয়া।
মামলা সূত্রে জানা গেছে, দীর্ঘ সাত বছর পরে বাদীর স্ত্রীর একটি ছেলে সন্তান জন্ম হয়। এতে বাদীর পরিবার খুশি হয়ে ২০ ফেব্রুয়ারি একটি ওরশ ও দোয়া মাহফিলের আয়োজন করে। এটি বাদীর পারিবারিক রীতি রেওয়াজও বটে।
ওইদিন অনুষ্ঠানে ১০টি খাসি ও একটি গরু জবাই করে কয়েকশ’ লোকের খাবারের আয়োজন করা হয়।
বিকেল ৪টার দিকে এসআই হাবিবুর রহমানের নেতৃত্বে কয়েকজন পুলিশ কনস্টেবল বাদীর কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে।
এ টাকা দিতে অপারগতা জানালে পুলিশ সদস্যরা মামলার বাকি আসামিদের সহায়তায় মেহমানদের পিটিয়ে আহত করে তাড়িয়ে দেয় এবং খাবার-দাবার মাটিতে ফেলে দেয়।
আদালতের বেঞ্চ সহকারী শাহাদাত হোসেন বাংলানিউজকে জানান, মামলাটি আমলে নিয়ে বিচারক মো. শিহাবুল ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার গৌরনদী সার্কেলকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
আরএ