কুমিল্লা: কুমিল্লার দাউদকান্দিতে সোহেল সরকার (১৭) নামে নিখোঁজ এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিখোঁজের ২ দিন পর সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে উপজেলার গলিয়ার চর গ্রামের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
সোহেল দাউদকান্দি উপজেলার গলিয়ার চর গ্রামের নুরুল ইসলাম সরকারের ছেলে।
গৌরীপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) তপন কুমার বাগচী বাংলানিউজকে জানান, দুপুরে গলিয়ার চর গ্রামের রাস্তার পাশের একটি ডোবায় মৃত ব্যক্তির হাত দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। পরে, নিহত যুবকের বাবা নুরুল ইসলাম সরকার মরদেহ সনাক্ত করেন।
ময়নাতদন্তের জন্য যুবকের মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান এসআই।
বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
এমজেড/