ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

বীরপ্রতীক নূর হামিম রিজভী আর নেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
বীরপ্রতীক নূর হামিম রিজভী আর নেই নূর হামিম রিজভী

রাজশাহী: মহান একাত্তরে রণাঙ্গনের লড়াকু সৈনিক নূর হামিম রিজভী (৬৫ ) বীরপ্রতীক আর নেই।

সোমবার (২২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।



এদিন বিকেলে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাকে জরুরিভিত্তিতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়ার সময় পথে তিনি মারা যান।

মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, দুই ছেলে ও দুই ভাইসহ অসংখ্য আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন।

১৯৭১ সালের মহান স্বাধীনতাযুদ্ধে সাত নম্বর সেক্টরে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মুখসমরে অংশ নিয়েছিলেন এ অকুতোভয় মুক্তিযোদ্ধা। তিনি ক্রীড়ানুরাগী ও সংস্কৃতিমনা ছিলেন। রাজশাহীর অসংখ্য স্পোর্টিং ক্লাব তার হাতেই গড়া।

এছাড়া তিনি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পিরিজপুরে সুর সপ্তক সাংস্কৃতিক পরিষদ নামে একটি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা।

বীর মুক্তিযোদ্ধা নূর হামিম রিজভীর মৃত্যুতে রাজশাহীতে শোকের ছায়া নেমে এসেছে। সোমবার বাদ এশা রাজশাহীর সাহেব বাজার জিরোপয়েন্টে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
এসএস/এএটি/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।