কক্সবাজার: প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষদিন কক্সবাজারের টেকনাফ উপজেলার ৬ ইউনিয়নের ৫০৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এসব মনোনয়নপত্র জমা দেওয়া হয়।
রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া তথ্য মতে, টেকনাফ উপজেলায় চেয়ারম্যান পদে এক নারীসহ ৪২ প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। সদস্য পদে ৩৮৫ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৭৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এর মধ্যে টেকনাফ সদর ইউপিতে ৭ জন চেয়ারম্যান, ৭১ জন সদস্য ও ১০ জন সংরক্ষিত মহিলা আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন।
সাবরাংয়ে ৮ জন চেয়ারম্যান, ৮৬ জন সদস্য ও সংরক্ষিত মহিলা আসনে ১২ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
হ্নীলায় ৮ জন চেয়ারম্যান, ৭৮ জন সদস্য ও ১৪ জন সংরক্ষিত মহিলা আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন।
হোয়াইক্যংয়ে ৫ জন চেয়ারম্যান, ৭৩ জন সদস্য ও ১৯ জন সংরক্ষিত মহিলা আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন।
সেন্টমার্টিনে ৫ জন চেয়ারম্যান, ২৮ জন সদস্য ও ৯ জন সংরক্ষিত মহিলা আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন।
এ ছাড়া বাহারছড়ায় এক নারীসহ ১১ জন চেয়ারম্যান, ৪৯ জন সদস্য ও ১২ জন সংরক্ষিত মহিলা আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন।
প্রথম ধাপের ইউপি নির্বাচনে ২৩ ও ২৪ ফেব্রুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। এ ধাপে প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২ মার্চ। এসব ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে ২২ মার্চ।
বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
টিটি/এআর/টিসি