ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

শিশুদের গল্পের মাধ্যমে মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে হবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
শিশুদের গল্পের মাধ্যমে মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে হবে ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: শিশুদের গল্পের মাধ্যমে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে। যে কোনো বাঙালি শিশুর জন্য মুক্তিযুদ্ধের সঠিক তথ্য জানা খুবই জরুরি।

একটি শিশুকে আত্মসম্মানবোধ নিয়ে বেড়ে ওঠার জন্য ১৯৭১ সম্পর্কে জানতেই হবে।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর সোসাইটি অফ সোস্যাল রিফর্ম (এসএসআর) স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর খুলনা অঞ্চলের উপ-পরিচালক  টি এম জাকির হোসেন।

তিনি আরও  বলেন, নিজ উদ্যোগে ৩ হাজার ৯শ শিক্ষা প্রতিষ্ঠানের ১৭ লাখ ৩৮হাজার ৪৩০ শিক্ষার্থীকে খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধাদের দিয়ে গল্প শোনাচ্ছি। শিশুরা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারলে জঙ্গিবাদকে ঘৃণা করবে।

স্কুলের প্রিন্সিপাল রকিব উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভাষা সৈনিক ও মুক্তিযোদ্ধা আবু হায়দার।

এ সময় আবু হায়দার স্কুলের সাড়ে ৩শ’ শিক্ষার্থীকে গল্পের মাধ্যমে মুক্তিযুদ্ধের ইতিহাস শোনান এবং শিশু শিক্ষার্থীদের হাতে জাতীয় পতাকা তুলে দেন।  

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক মতিউল ইসলাম, রেজাউল করীম, সাদিকুজ্জামান, মশিয়ার রহমান, শফিকুল ইসলাম, শরিফুল মল্লিক, সানোয়ার হোসেন (প্রশাসনিক ও হিসাব কর্মকর্তা), আব্দুল আলীম (প্রশাসনিক কর্মকর্তা), মুজিবুর রহমান (প্রধান আবাসিক তত্ত্বাবধায়ক) প্রমুখ ।

প্রতিযোগিতায় সকল ছাত্র (আবাসিক ও অনাবাসিক), আবাসিক, অনাবাসিক শিক্ষক ও কর্মকর্তা এবং কর্মচারীরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
এমআরএম/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।