সাভার (ঢাকা): পঞ্চগড়ের দেবীগঞ্জে পুরোহিত হত্যার প্রতিবাদে সাভারে মানববন্ধন করেছে স্থানীয় হিন্দু সমাজ।
শনিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে সাভারের নামাবাজার এলাকায় পঞ্চবটী আশ্রমের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা পুরোহিতকে হত্যায় তীব্র নিন্দা জানিয়ে হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
এসময় তারা দেশের সব মঠের পুরোহিতদের নিরাপত্তা নিশ্চিতের দাবিও জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সাংবাদিক বরুণ ভৌমিক নয়ন, ঢাকা জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রদীপ দাস, সাভার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মিঠুন সরকার ও বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদের সাভার উপজেলা শাখার সভাপতি সংকর দাস প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
আরএইচএস/এএ