ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

পুরোহিত হত্যার প্রতিবাদে সাভারে মানববন্ধন

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
পুরোহিত হত্যার প্রতিবাদে সাভারে মানববন্ধন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাভার (ঢাকা): পঞ্চগড়ের দেবীগঞ্জে পুরোহিত হত্যার প্রতিবাদে সাভারে মানববন্ধন করেছে স্থানীয় হিন্দু সমাজ।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে সাভারের নামাবাজার এলাকায় পঞ্চবটী আশ্রমের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনটির আয়োজন করে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদের সাভার উপজেলা শাখা।

মানববন্ধনে বক্তারা পুরোহিতকে হত্যায় তীব্র নিন্দা জানিয়ে হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

এসময় তারা দেশের সব মঠের পুরোহিতদের নিরাপত্তা নিশ্চিতের দাবিও জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন, সাংবাদিক বরুণ ভৌমিক নয়ন, ঢাকা জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রদীপ দাস, সাভার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মিঠুন সরকার ও বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদের সাভার উপজেলা শাখার  সভাপতি সংকর দাস প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
আরএইচএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।