চাঁদপুর: চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা এলাকায় ডাকাতিয়া নদীতে থেকে হাত-পা বাঁধা অবস্থায় সুখ রঞ্জন দাস (৫৭) নামে এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টায় ফরিদগঞ্জ থানা পুলিশ ডাকাতিয়া নদী থেকে ওই মরদেহ উদ্ধার করে।
স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আলী বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারী) বিকেল ৫টায় মাছ ধরার জন্য কয়েকজন মিলে সুখ রঞ্জন বাড়ি থেকে বের হয়। পরে তার আর খোঁজ পাওয়া যায়নি। শনিবার সকাল ১১টার দিকে এলাকার লোকজন তার মরদেহ নদীতে ভাসতে দেখে ফরিদঞ্জ থানা খবর দেয়।
ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দিন বাংলানিউজকে জানান, রশি দিয়ে হাত-পা বাঁধা অবস্থায় ওই জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানো হবে। তবে বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান এসআই।
বাংলাদেশ সময়: ১৩২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
এসএইচ