ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় ফেনসিডিলসহ দুইজন আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
বগুড়ায় ফেনসিডিলসহ দুইজন আটক ছবি: প্রতীকী

বগুড়া: বগুড়া সদর উপজেলার বিমান মোড় মাটিডালী এলাকায় বগুড়া-রংপুর মহাসড়কে একটি মালবাহী ট্রাকে অভিযান চালিয়ে ফেনসিডিলসহ দুইজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

এসময় ৬০ বোতল ফেনসিডিলসহ ট্রাকের চালক মোকছেদ আলী ও সহকারী চালক (হেলপার) সাগর শেখকে আটক করা হয়।

একই সঙ্গে ট্রাকটি জব্দ করা হয়।
 
শনিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বাংলানিউজকে বলেন, ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
এমবিএইচ/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।