বগুড়া: বগুড়া সদর উপজেলার বিমান মোড় মাটিডালী এলাকায় বগুড়া-রংপুর মহাসড়কে একটি মালবাহী ট্রাকে অভিযান চালিয়ে ফেনসিডিলসহ দুইজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
এসময় ৬০ বোতল ফেনসিডিলসহ ট্রাকের চালক মোকছেদ আলী ও সহকারী চালক (হেলপার) সাগর শেখকে আটক করা হয়।
শনিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বাংলানিউজকে বলেন, ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
এমবিএইচ/এটি