ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় নকল জর্দা কারখানার মালিকের ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজুর রহমান এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত রিসাদ জর্দ্দা কেমিক্যাল কোম্পানির মালিক আব্দুল হাকিম সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ধানঘরা এলাকার বাসিন্দা।
ধুনট থানার উপ পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, আব্দুল হাকিম একই এলাকার আশরাফ আলীর মালিকানাধীন বিউটি কেমিক্যাল কোম্পানির আমিনপুরি জর্দ্দার মোড়ক এবং ট্রেডমার্ক ব্যবহার করে জর্দা তৈরি করে বাজারজাত করেন।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শুক্রবার রাতে ধুনট-শেরপুর রোডের হুকুম আলী বাসস্ট্যান্ড এলাকা থেকে নকল জর্দ্দা বোঝাই একটি পিকআপ ভ্যানসহ (চট্টগ্রাম মেট্রো ড-৭৫৯) ওই কারখানার ম্যানেজার হেদায়েতুল্লাহকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে ২০০৯ সালের ভোক্তাধিকার সংরক্ষণ আইনের ৫০ ধারায় কারখানার মালিকের ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
এমএইচ