ঢাকা: রাজধানীর কামাঙ্গীর চর এলাকায় বাদশাহ মিয়া স্কুলের পাশে বুড়িগঙ্গা নদীতে ডুবে মানিক নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মানিককে মৃত ঘোষণা করেন।
শিশু মানিক ওই এলাকার মো. রাসেলের ছেলে।
তার মা রুনা আক্তার জানান, “মানিক খুব চঞ্চল। হাঁটতে শেখার পর থেকে শুধু দৌড়ায়। আজ সকাল ১০টা থেকে মানিককে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে বুড়িগঙ্গা নদীতে ভাসতে দেখে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি”।
বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
এজেডএস/এটি