ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় মারধরের ঘটনায় বাবা-ছেলে আটক

বগুড়া করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
বগুড়ায় মারধরের ঘটনায় বাবা-ছেলে আটক ছবি: প্রতীকী

বগুড়া: বগুড়ার নন্দীগ্রাম উপজেলার পিং হাজারকি এলাকায় অভিযান চালিয়ে মারধরে ঘটনায় অভিযুক্ত বাবা ও ছেলেকে আটক করেছে পুলিশ।

এরা হলেন- বগুড়ার শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের দুবলাই গ্রামের মৃত হযরত আলীর ছেলে আবু সালেদ মো. সাইদুর রহমান (৫০) ও তার ছেলে কাফি (২৫)।



শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) মধ্যরাতে অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে নন্দীগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি জানিয়ে বলেন, জমিজমা সংক্রান্ত মারধরের ঘটনায় অভিযোগের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
এমবিএইচ/এএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।