ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

নারী-শিশু নির্যাতনের প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন

বগুড়া করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
নারী-শিশু নির্যাতনের প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: দেশজুড়ে নারী ও শিশু নির্যাতনে প্রতিবাদে বগুড়ায় নারীমুক্তি কেন্দ্র ও শিশু-কিশোর মেলা’র উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে।
 
শনিবার (২৭ ফেব্রয়ারি) বেলা ১২টার দিকে শহরের সাতমাথা এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।


 
নারীমুক্তি কেন্দ্রের জেলার সমন্বয়ক নূরজাহান রেখার সভাপতিত্বে মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন বাসদের জেলার সদস্য আমিনুল ইসলাম, নারীমুক্তি কেন্দ্রের সদস্য আতিয়া বেগম ডলি, নওশীন মোস্তারী সাথী, শিশু-কিশোর মেলার সংগঠক আনন্দ কুমার প্রমুখ।
 
বক্তারা হবিগঞ্জে চার শিশু হত্যাকারীসহ দেশজুড়ে নারী-শিশু নির্যাতনকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
 
বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
এমবিএইচ/এএসআর
 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।