ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

পুরোহিত হত্যার প্রতিবাদ শেরপুরে মানববন্ধন

বগুড়া করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
পুরোহিত হত্যার প্রতিবাদ শেরপুরে মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: পঞ্চগড়ের দেবীগঞ্জে পুরোহিত হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে বগুড়ার শেরপুরে মানববন্ধন করেছে হিন্দু-বৌদ্ধ-খিস্ট্রান ঐক্য পরিষদ।
 
শনিবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় শহরের বাসস্ট্যান্ডে এ কর্মসূচি পালন করা হয়।


 
সংগঠনের উপজেলা কমিটির সভাপতি ডা. বিপ্লব কুমার বর্মণের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর পৌরসভার মেয়র আব্দুস সাত্তার।
 
এছাড়া আরও বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সভাপতি মকবুল হোসেন, হিন্দু-বৌদ্ধ-খিস্ট্রান ঐক্য পরিষদের নেতা হরিশংকর সাহা, বরেন স্যানাল, বিরেণ দাস, পরিমল বসাক ও অরুপ কুন্ডু প্রমুখ।
 
মানববন্ধনে বক্তারা পুরোহিত যজ্ঞেশ্বর রায়কে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সঙ্গে উক্ত ঘটনায় জড়িত প্রকৃত খুনিদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
 
বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
এমবিএইচ/এএটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।