ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় মানববন্ধনে ‘সংখ্যালঘু কমিশন’ গঠনের দাবি

বগুড়া করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
বগুড়ায় মানববন্ধনে ‘সংখ্যালঘু কমিশন’ গঠনের দাবি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: পঞ্চগড়ের দেবীগঞ্জে মঠের অধ্যক্ষ মহারাজ যজ্ঞেশ্বর রায়কে হত্যার প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে।
 
শনিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে শহরের সাতমাথা এলাকায় এ কর্মসূচি পালন করে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বগুড়া শাখা।



সংগঠনের সভাপতি ডা. এন সি বাড়ইয়ের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক নিরঞ্জন সিংহ, রোটারিয়ান ববিতা রানী বর্মন, অ্যাডভোকেট সুকমল সরকার,  রনজিৎ সরকার,  শিপন রবিদাস প্রমুখ।
 
সাম্প্রদায়িক হামলা অব্যাহত থাকার অভিযোগ তুলে মানববন্ধনে বক্তারা উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, পাকিস্তান আমলের মতো একই কায়দায় সংখ্যালঘুদের ওপর হামলা-নির্যাতনের ঘটনা খুবই দুঃখজনক। মহান একুশে ফেব্রুয়ারি ভাষা দিবসের সকালে মহারাজ যজ্ঞেশ্বর রায় হত্যাকাণ্ড পরিকল্পিত।
 
বক্তারা এই হত্যাকাণ্ডে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে দোষীদের দ্রুত বিচার আইনে শাস্তি দাবি করেন। একইসঙ্গে সংখ্যালঘুদের নিরাপত্তায় কমিশন গঠনের দাবি জানান।
 
বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
এমবিএইচ/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।