ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

ভৈরবে খেলাঘরের ‘জাতীয় শিশু-কিশোর প্রশিক্ষণ ক্যাম্প’ ১-৪ মার্চ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
ভৈরবে খেলাঘরের ‘জাতীয় শিশু-কিশোর প্রশিক্ষণ ক্যাম্প’ ১-৪ মার্চ ছবি : আনোয়ার হোসেন রানা/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: কিশোরগঞ্জের ভৈরবে ‘খেলাঘর জাতীয় শিশু-কিশোর প্রশিক্ষণ ক্যাম্প-২০১৬’ আয়োজন করতে যাচ্ছে কেন্দ্রীয় খেলাঘর আসর। আগামী মঙ্গলবার (১ মার্চ) থেকে শুক্রবার (৪ মার্চ) পর্যন্ত চার দিনব্যাপী এ প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত হবে সেখানকার রফিকুল ইসলাম মহিলা কলেজ প্রাঙ্গনে।



শনিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে প্রশিক্ষণ ক্যাম্প সম্পর্কে বিস্তারিত তথ্য জানান খেলাঘর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আবুল ফারাহ পলাশ। তিনি ‘খেলাঘর জাতীয় শিশু-কিশোর প্রশিক্ষণ ক্যাম্প-২০১৬’ উদযাপন পরিষদের আহ্বায়ক।
 
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে খেলাঘরের এ কেন্দ্রীয় সংগঠক জানান, ভৈরবের রফিকুল ইসলাম মহিলা কলেজ প্রাঙ্গনে ১ মার্চ (মঙ্গলবার) বিকেল তিনটায় এ প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করা হবে।

প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন এমপি।
 
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। সম্মানিত অতিথি থাকবেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, কিশোরগঞ্জের জেলা প্রশাসক জিএসএম জাফর উল্লাহ ও বিশিষ্ট শিক্ষানুরাগী-রাজনীতিবিদ মো. সায়দুল্লাহ মিয়া।
 
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ক্যাম্পের দ্বিতীয় দিনে ২ মার্চ (বুধবার) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সম্মানিত অতিথি থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, রফিকুল ইসলাম মহিলা কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ মো. রফিকুল ইসলাম ও বিশিষ্ট শিক্ষানুরাগী মির্জা সুলায়মান।
 
তৃতীয় দিনে ৩ মার্চ (বৃহস্পতিবার) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দেশবরেণ্য নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ। সম্মানিত অতিথি থাকবেন প্রবীণ শিক্ষাবিদ অধ্যক্ষ মো. আবদুল মতিন, কথাসাহিত্যিক মাহফুজুর রহমান ও ভৈরব উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. গিয়াসউদ্দিন।

সমাপনী দিনে শুক্রবার (৪ মার্চ) উপমহাদেশের প্রখ্যাত বামপন্থী রাজনীতিবিদ ও শিক্ষানুরাগী বিমান বসু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। এদিন সম্মানিত অতিথি থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ ও ভৈরব পৌরসভার মেয়র অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাস।
 
সংবাদ সম্মেলনে আবুল ফারাহ পলাশ জানান, সারা দেশের খেলাঘরের বিভিন্ন শাখা আসরের ৫০০ শিশু-কিশোর, সংগঠক ক্যাম্পে অংশ নেবেন। এছাড়া সর্বভারতীয় শিশু-কিশোর সংগঠন সব পেয়েছির আসরের ২৫ জন প্রতিনিধি এবং নেপালের সব পেয়েছির আসরের ৮ জন প্রতিনিধি ক্যাম্পে অংশ নেবেন।
 
চার দিনব্যাপী এ প্রশিক্ষণ ক্যাম্পে সমবেত ব্যয়াম, সমবেত যোগাসন, ব্রতচারী নৃত্য, ছড়াগীতি, ভঙ্গীগীতি, কুচকাওয়াজ, ডিসপ্লে, হাতের কাজ, প্রাথমিক চিকিৎসা, সাংগঠনিক প্রশিক্ষণ কর্মশালা ও সঙ্গীত-নৃত্য বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে। রয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা ও বিষয়ভিত্তিক আলোচনা সভা।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহীদ বুদ্ধিজীবী, জাতীয় চার নেতা, প্রয়াত রাষ্ট্রপতি মোঃ জিল্লুর রহমান এবং খেলাঘরের উপদেষ্টাদের স্মরণে ক্যাম্পে ডিসপ্লে প্রদর্শিত হবে। বাঙালি সংস্কৃতি, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের ইতিহাস, সামাজিক আন্দোলন, বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্য, পরিবেশ আন্দোলনসহ বিভিন্ন বিষয়ে দেশের বরেণ্য ব্যক্তিরা প্রশিক্ষণ প্রদান করবেন।

প্রতিদিন সন্ধ্যায় রয়েছে প্রদীপ প্রজ্জ্বলন ও সান্ধ্যকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান।
 
প্রশিক্ষণ ক্যাম্প সফল করতে কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর চেয়ারম্যান অধ্যাপিকা পান্না কায়সারকে চেয়ারম্যান, সভাপতিমণ্ডলীর সদস্য অধ্যাপক নিরঞ্জন অধিকারী, নুরুর রহমান সেলিম, প্রণয় সাহা, আবদুল মতিন ভূঁইয়া, শরিফ আহমেদ ও পলি খালেদকে কো-চেয়ারম্যান, সাধারণ সম্পাদক আবুল ফারাহ্ পলাশকে আহ্বায়ক এবং সহ সাধারণ সম্পাদক সাহাবুল ইসলাম বাবু ও সম্পাদকমণ্ডলীর সদস্য সুনীল কুমার সরকার মিন্টুকে যুগ্ম আহ্বায়ক করে উদযাপন পরিষদ ও ১৫টি উপ-পরিষদ গঠন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে বলা হয়, সুন্দর আগামী বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনায় প্রজন্ম গড়ে তোলাই এ প্রশিক্ষণ ক্যাম্প আয়োজনের উদ্দেশ্য। তাছাড়া খেলাঘরের লক্ষ্য-উদ্দেশ্য দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে দিতেই ঢাকার বাইরে এ প্রশিক্ষণ ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
 
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান অধ্যাপিকা পান্না কায়সার, সভাপতিমণ্ডলীর সদস্য নুরুর রহমান সেলিম, কামাল চৌধুরী, নাসিরুল ইসলাম মল্লিক পিন্টু, পলি খালেদ, আব্দুল মতিন ভূঁইয়া ও শফিকুর রহমান শহীদ, সম্পাদকমণ্ডলীর সদস্য সুনীল কুমার সরকার মিন্টু, কেন্দ্রীয় কমিটির সদস্য সুব্রত রায়, কোহিনূর আক্তার শিল্পী, ফখরুল ইসলাম ও আনিসুল ইসলাম অপু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
এমএইচপি/টিএইচ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।