ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে গাছের সঙ্গে ধাক্কায় ২ বাসযাত্রী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
দিনাজপুরে গাছের সঙ্গে ধাক্কায় ২ বাসযাত্রী নিহত

দিনাজপুর: দিনাজপুর সদর উপজেলার লক্ষ্মীতলা হাট এলাকায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বটগাছের সঙ্গে ধাক্কায় দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০ যাত্রী।



শনিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে দিনাজপুর-ফুলবাড়ি মহাসড়কের বাবলু এন্টারপ্রাইজের একটি বাস এ দুর্ঘটনার শিকার হয়।

কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মোকলেছুর রহমান বাংলানিউজকে জানান, বাসটি ঢাকা থেকে ছেড়ে দিনাজপুরে যাচ্ছিল। পথে মহাসড়কের লক্ষ্মীতলা মোড়ে  নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি বটগাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়।

পরে আহতদের উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।